আজও ‘অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা
বায়ুদূষণে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বেশিরভাগ সময়ই প্রথম সারিতে জায়গা করে নেয় রাজধানী ঢাকা। সেই ধারাবাহিকতায় আজও শীর্ষে অবস্থান করছে ঢাকা। শনিবার ঢাকার স্কোর ১৫৭, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
স্থানীয় সময় ৯টা ১৮ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
সূচক অনুযায়ী, দূষণের দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, স্কোর ১৫৫ এবং ১৪৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থান দখল করে নিয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া মিসরের কায়রো ১২৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে, পঞ্চম স্থানে চীনের উহান স্কোর ১১৯ এবং ভারতের কলকাতা ১১৮ স্কোর নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে থাকে। একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
স্কোর যদি ২০০’র বেশি হয় তাহলে সেটি ‘খুবই অস্বাস্থ্যকর’। সবশেষ স্কোর যদি ৩০০ অতিক্রম করে তাহলে সেই বাতাস ‘বিপজ্জনক’।