ছাত্রদল কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম ব্যুরো
১৮ এপ্রিল ২০২৫, ২০:৩৮
শেয়ার :
ছাত্রদল কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে ছাত্রদল কর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মোস্তফা হাকিম কলেজ ও স্থানীয় নেতৃবৃন্দ। আজ শুক্রবার সকালে কর্নেলহাট এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে অ্যাডহক কমিটির বৈঠককে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় ছাত্রদলকে দোষারোপ করে। পরে বৈষম্যবিরোধী সংগঠন ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদল কর্মী রায়াতসহ কয়েকজনকে আহত করে। রাতে উভয়পক্ষের ছাত্র প্রতিনিধিরা বসে সমাধানের পরও আজ বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল ঘোষণা করায় মোস্তফা হাকিম কলেজ শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দরা পাল্টা বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, কলেজ অ্যাডহক কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ছাত্রদলকে দোষারোপ করে বৈষম্যবিরোধী সংগঠন ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এই হামলা করে। হামলায় ছাত্রদলের রায়াতসহ কয়েকজন আহত হয়।

জুলাই বিপ্লবের পরও ফ্যাসিবাদী কায়দায় রাজনীতি করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন- মোস্তফা হাকিম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদুল হক, সদস্যসচিব শরিফ উদ্দিন ফরহাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গণিসহ কলেজ শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন ছাত্র নেতৃবৃন্দ।