বাংলাদেশি যুবককে কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করল ভারতীয়রা
লালমনিরহাট সীমান্তে প্রবেশ করে এবার বাংলাদেশি এক যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয়রা। পরে তাকে কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করে তারা। এ ঘটনায় তাকে ফেরত আনার চেষ্টা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের জমগ্রামের ডাঙ্গার পাড় এলাকায় ৮০১নং মেইন পিলারের ১০/১১ সাব পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার ওই যুবক জমগ্রামের নুর হোসেনের ছেলে আজিনুর রহমান। তিনি বর্তমানে বিএসএফ সদস্যদের হেফাজতে রয়েছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় সীমান্তঘেষা জমির ভুট্টা ক্ষেতে কাজ করতে যায় আজিনুর ও তার মা। এ সময় ভারতীয় ১০৮ ছোট কুচলীবাড়ি এলাকার ১০-১২ জন লোক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে কাঁটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করে ভারতীয় লোকজন।
খবর পেয়ে ভারতীয় স্বরস্বতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে বিজিবি ঠ্যাংঝাড়া ক্যাম্পের কমান্ডার রফিকুল ইসলাম জানান, আজিনুর রহমান নামে ওই যুবক সীমান্তে গরু চোরাচালানের চেষ্টা করেন। তখন ভারতীয় লোকজন তাকে আটক করে বিএসএফ এর কাছে সোপর্দ করে। ওই যুবককে ফেরত চেয়ে পতাকা বৈঠকের চেষ্টা চলছে।