সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ জন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার নবগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে ৩ জনকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা গেছেন। নিহতরা হলেন মাইক্রোবাস চালক পাবনা আমিনপুর থানার রহিনাথপুর এলাকার মতিউর রহমানের ছেলে মনছুর আলম বাবলু (৪০) এবং একই এলাকার জীবন চন্দ্র শীলের ছেলে মানিক চন্দ্র শীল (৪২)। এ সময় আহত হন সুমন কুমার দাস (৪২) নামে আরও এক যাত্রী।
এদিকে আজ শুক্রবার সকালে উল্লাপাড়া উপজেলার বগুড়া নগরবাড়ী মহাসড়কের ব্রহ্মকপালিয়া এলাকায় অন্য একটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। আহতদের উল্লাপাড়া ফায়ারসার্ভিসের লোকজন সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাউফ জানান, উল্লাপাড়ার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের নবগ্রাম রেলওয়ে ওভারপাসের নিচের সড়কে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন এবং ১ জন আহত হয়েছেন। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে একই উপজেলার ব্রহ্মকপালিয়া এলাকায় ২ জন আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।