রাজধানীর বাইরে যশোরে প্রথম জাতীয় ফুটবল দলের ক্যাম্প উদ্বোধন
রাজধানীর বাইরে প্রথমবারে মতো জাঁকজমকপূর্ণভাবে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। আর জেলা শহরে প্রশিক্ষণে আসতে পেরে আনন্দিত খেলোয়াড়েরা।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার হামিদপুর শামস্-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে এ ক্যাম্প উদ্বোধন করা হয়।
জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের খেলোয়াড় নাজমুল হুদা ফয়সাল ও আব্দুল কাদির বলেন, ‘এ একাডেমি থেকে অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে নেতৃত্বে দিচ্ছেন। সেদিক থেকে অবশ্যই এমন একটি একাডেমিতে ন্যাশনাল ক্যাম্পে আসতে পারাটাও অনেক ভাগ্যের ব্যাপার।’
ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। শামস্-উল-হুদা ফুটবল একাডেমির নির্বাহী সদস্য মোহাম্মদ শফিকুউজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। সম্মানিত অতিথি ছিলেন প্রেসক্লাবে যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শামস্-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক শেখ শামস্-উল-বারী শিমুল ও অনুষ্ঠানের ধন্যবাদ জ্ঞাপন করেন শামস্-উল-হুদা ফুটবল একাডেমির উপ-পরিচালক মাসুদুর রহমান।
শামস্-উল-হুদা ফুটবল একাডেমির পরিচালক শেখ শামস্-উল-বারী শিমুল জানান, ঢাকার বাইরে এই প্রথম যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমিতে জাতীয় অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের দুই সপ্তাহব্যাপী প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। এর আগে ঢাকা বাইরে জাতীয় দলের কোনো আবাসিক ক্যাম্প হয়নি।’