আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ শুক্রবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
গুলশানে এজওয়াটার গ্যালারিতে বিকেল ৫টায় ক্র্যাফটিং দ্য মেনি থ্রেডস অব কালচারাল টেক্সটাইলস এক্সিবিশন বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ন্যাশনাল মিডিয়া সামিট
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে সকাল ৯টায় ‘ন্যাশনাল মিডিয়া সামিট-২০২৫’ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাংবাদিকতা করতে আগ্রহী প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
দেশীয় সাংস্কৃতিক সংসদের কর্মসূচি
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
জাতীয় সাংস্কৃতিক সংগঠন ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং জুলাই বিপ্লবের উপর নাটক ‘৩৬ জুলাই’ পরিবেশিত হবে।