ফুলপুরে মজুদকৃত সরকারি চাল জব্দ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ২৩:২১
শেয়ার :
ফুলপুরে মজুদকৃত সরকারি চাল জব্দ

ময়মনসিংহের ফুলপুরে সরকারি চাল অবৈধভাবে মজুদের তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে মজুদকৃত ৩৯ বস্তা চাল জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার আমুয়াকান্দা বাজারের ধানমহল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে সরকারি চাল মজুদের দায়ে পৌর এলাকার গোদারিয়া গ্রামের হাসান আলীর ছেলে তোফাজ্জল হোসেনকে (৫৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে অবৈধভাবে মজুদকৃত ৩৯ বস্তা চাল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।