পরীক্ষা কেন্দ্রে অনিয়ম, কেন্দ্রসচিবসহ ২ সুপার বহিষ্কার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ১৫:৫৫
শেয়ার :
পরীক্ষা কেন্দ্রে অনিয়ম, কেন্দ্রসচিবসহ ২ সুপার বহিষ্কার

পাবনার চাটমোহরে চলমান দাখিল পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা চলাকালীন অনিয়ম করার অপরাধে কেন্দ্রসচিবসহ দুই সুপারকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে ৩৩ হাজার টাকা করে মোট ৯৯ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার চাটমোহর পৌর সদরের সামাদ সওদা মহিলা মাদ্রাসা কেন্দ্রে ওএমআর শিট বিতরণে অনিয়ম করায় তাদেরকে এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান শাকিলের আদালত। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- কেন্দ্রসচিব রামচন্দ্রপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বরদানগর আব্বাসিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইদুল ইসলাম ও সামাদ সওদা বালিকা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোসলেম উদ্দিন।

জানা যায়, পরীক্ষা চলাকালীন ওএমআর শিটে বিভিন্ন সেট থাকলেও সেটি বিতরণে দুর্নীতির আশ্রয় নেয় কেন্দ্রসচিবসহ এই তিন শিক্ষক। বিষয়টি সকাল ১১ টার দিকে প্রশাসনের নজরে আসলে চাটমোহর উপজেলা প্রশাসন তাৎক্ষণিক এই ব্যবস্থা গ্রহণ করেন।

এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর জানান, ওএমআর শিট বিতরণে যে নিয়ম মানার কথা ছিল কেন্দ্রসচিবসহ এই তিনজন সেই আইন মানেননি। এতে পরীক্ষার্থীদের কোন সমস্যা হবে না। তবে আইন অমান্য করে দুর্নীতি করার অভিযোগে তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে। চলমান দাখিল পরীক্ষায় এই তিন শিক্ষক আর দায়িত্ব পালন করতে পারবেন না।