বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে এইচ ডি এফ এ্যাপারেলস লি: নামক পোশাক কারখানর শ্রমিকরা। গাজীপুরের শ্রীপর উপজেলার জৈনাবাজর এলাকায় ওই সড়ক অবরোধ করা হয়।
আজ সকাল ১০টা থেকে দুপুর সোয়া বারোটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দুপর সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা যায়, গত ২ মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে এইচ ডি এফ এ্যাপারেলস লি: কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সকাল দশটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার যানযট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়ে হাজার হাজার মানুষ। খবর পেয়ে হাইওয়ে শ্রীপুর থানা ও শিল্প পুলিশ এসে পরিস্থতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার অফিসার ইন চার্জ মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায় পুলিশ। শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করবে। শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’