জমি দখল নিতে ঘর পোড়ানোর অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে

রংপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ১০:৫৪
শেয়ার :
জমি দখল নিতে ঘর পোড়ানোর অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে

পুড়ে যাওয়া ঘরে ধোঁয়া উঠছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া টিন, ঘরে আসবাবপত্র। সেখানে কাঠ কয়লা সরিয়ে কি যেন খোঁজছে দুই কিশোরী। পোড়া ছাই চোখের পানি যেন কাঁজল হয়ে গালে মুখে লেপটে আছে। এমন দৃশ্য রংপুর নগরীর সিগারেট কোম্পানী বাহার কাছনা এলাকায় মুকুল মিয়ার বাড়িতে।

গতকাল বুধবার ভোর রাতে আগুনে মুকুল মিয়ার থাকার একমাত্র ঘরটি পুড়ে গেছে। ওই দুই কিশোরী মুকুল মিয়ার মেয়ে। অভিযোগ উঠেছে, জবরদস্তি করে জমি দখল নিতে তাদের ঘরে আগুন দিয়েছেন বাড়ি সংলগ্ন পাশের জমি ক্রয় করা এ্যাডভোকেট শওকত আলীর লোকজন।

কালীভরা হাতে চোখ মুছে মুকুল মিয়ার মেয়ে হাবিবা আক্তার বলেন, ‘বাবাকে মিথ্যা মামলায় জেলে দিয়েছে। মায়ের নামেও মামলা দিয়েছে। মা ভয়ে বাড়িতে থাকেন না। আমি আমার ছোট বোনকে নিয়ে একা বাড়িতে থাকতে ভয় পাই। কাল রাতে ফুফুর বাসায় যাই। রাত সাড়ে ৩টার সময় ঘুম থেকে উঠে শুনি আমাদের বাড়িতে আগুন লেগেছে। আমাদের ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। আমরা ঘরে থাকলে পুড়ে ছাই হয়ে যেতাম। যারা আমাদের ঘর পুড়েছে, মা-বাবাকে দূরে রেখেছে। আমরা তাদের বিচার চাই।’

মুকুল মিয়ার বাড়ি ঘেষে এ্যাডভোকেট শওকত আলী ও মিসেস নাহিদ ইয়াছমিনের জমি। মুকুল মিয়ার পরিবার, স্বজন ও স্থানীয়রা জানান, মুকুল মিয়া পৈত্রিক সূত্রে বাবার ১১ শতক জমি ভাগে পান। কিন্তু এ জমি নিজের দাবি করে এ্যাডভোকেট শওকত আলী দীর্ঘদিন ধরে দখলে নেওয়ার পায়তারা করছেন। এ নিয়ে বিভিন্ন সময় মুকুলের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। শওকত আলী জমি থেকে মুকুলকে বসতভিটা ছেড়ে চলে যেতে বলেন। এতে মুকুল মিয়া অস্বীকৃতি জানালে শওকত আলী মুকুল মিয়ার নামে চাঁদাবাজি মামলা দেন। এর প্রতিবাদ করলে মুকুলের স্ত্রী রুজিনা বেগমের নামেও মামলা দেওয়া হয়। মুকুল চাঁদাবাজির মামলায় ২৬ দিন ধরে জেলে। এদিকে আরেক মামলার আাসামি মুকুলের স্ত্রী গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন। গত ১২ মার্চ শওকত আলী মুকুলের পরিবারকে হুমকি দেন, ৪৮ ঘণ্টার মধ্যে জায়গা খালি করবেন। এ ঘটনার পর গতকাল বুধবার ভোররাতে মুকুলের বাড়ি ঘর আগুনে পুড়ে যায়।

প্রতিবেশী শিক্ষানবিশ আইনজীবী সোহেল রানা বলেন, ‘মুকুলের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে শওকত আলীর সঙ্গে বিরোধ চলছিল। গত ১২ মার্চ শওকত হুমকি দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ওই জমি খালি করবেন। তিনি তার কথা রেখেছেন। গতকাল ভোরে পুরো বাড়ি আগুনে পুড়ে গেছে। মুকুলের জমি নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে, আমরা তার সমাধান চাই। মুকুলসহ অন্যান্যদের নামে মিথ্যা হয়রানিমূলক যে মামলা দেওয়া হয়েছে, তা প্রত্যাহারে দাবি জানাই।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ্যাডভোকেট শওকত আলী বলেন, ‘আমি ৩ দিন ধরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউতে ভর্তি আছি। অগ্নিকাণ্ড সর্ম্পকে আমি জানি না।’ 

হাসপাতালে ভর্তি থেকে আদালতে শুনানি করলেন কিভাবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গতকাল ১৫ মিনিট শুনানি করার পর অসুস্থ হয়ে বিকেলে হাসপাতালে ভর্তি হই।’ তাহলে ৩ দিন থেকে হাসপাতালে কিভাবে ভর্তি থাকলেন, প্রতিবেদকের এমন প্রশ্নে তিনি উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।