হলিউডের কমেডি সিনেমায় প্রিয়াংকা

বিনোদন সময় ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ০০:০০
শেয়ার :
হলিউডের কমেডি সিনেমায় প্রিয়াংকা

হলিউডে নিয়মিতই কাজ করেন প্রিয়াংকা চোপড়া। এবার তাকে দেখা যাবে কমেডি ঘরানার গল্পে। জনপ্রিয় নির্মাতা নিকোলাস স্টোলার এটি পরিচালনা করবেন। অ্যামাজন এমজিএম স্টুডিওস প্রযোজিত সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, এই সিনেমায় প্রিয়াংকার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা মাইকেল পেনা।

এর আগে প্রধান চরিত্রে ঘোষণা করা হয়েছিল উইল ফেরেল ও জ্যাক এফ্রনের নাম। প্রাক্তন ‘জাজমেন্ট ডে’ শিরোনামের এই সিনেমার গল্প এক তরুণ আসামিকে ঘিরে; যিনি কারাগার থেকে বেরিয়ে একটি টিভি কোর্টরুম শোতে হামলা চালান। কারণ তিনি মনে করেন, বিচারক তার জীবন ধ্বংস করে দিয়েছেন। তিনি অবিচারের শিকার।

সিনেমায় প্রিয়াংকার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তার উপস্থিতি এই স্টার-স্টাডেড কমেডিতে বাড়তি আকর্ষণ যোগ করবে বলে আলোচনা হচ্ছে। ছবিতে আরও রয়েছেন রেজিনা হল, জিমি ট্যাট্রো ও বিলি আইচনার।