ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে এনসিপি: তাসনিম খলিল
জাতীয় নাগরিক পার্টি- এনসিপিকে কমেডি পার্টি আখ্যা দিয়েছেন নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল।
আজ বুধবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে তাসনিম খলিল লিখেন, ‘আমার মাঝে মাঝে মনে হয় জানাক (জাতীয় নাগরিক কমিটি)/এনসিপির নীতি-নির্ধারণী পজিশনে এমন কেউ আছে যার কাজই হলো একটার পর একটা ফটকামি আইডিয়া বের করা- যার মাধ্যমে জানাক/এনসিপি চরম হাস্যকর একটা গ্রুপিংয়ে পরিনত হয়।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি আরও লিখেন, ‘এরা একটা করে উদ্ভট দাবি থ্রো করে, সেই দাবি নিয়ে কয়েকদিন হাউকাউ করে, তারপরে সেই দাবি হাস্যকরভাবে ফেইল করে। এইরকম সম্ভাবনাময় তরুণদের একটা দল এতো দ্রুত ন্যাশনাল কমেডি পার্টি হয়ে যাচ্ছে, দেখতেও খারাপ লাগে।’
তাসনিম খলিলের এই পোস্টে একজন কমেন্ট করেছেন, ‘আশা করেছিলাম (এনসিপি) শক্তিশালী একটি বিরোধী দল হবে । কিন্তু কার্যক্রম হতাশাজনক।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অন্য একজন লিখেছেন, ‘এদের প্ল্যাটফর্মে (এনসিপি) একাধিক মতাদর্শের মানুষ রোল পজিশনে।’