সুবর্ণচরে বিষপানের ৫ দিন পর শিক্ষার্থীর মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচরে বিষপান করার ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত নিলয় কুরী (২৪) চরবাটা ইউনিয়নের চরবাটা গ্রামের স্বপন কুরীর ছেলে। তিনি সৈকত সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। গত ১১ এপ্রিল ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্যচরবাটা গ্রামের চরবাটা খাসের হাট এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিলয় পড়াশোনার পাশাপাশি একটি স্বর্ণের দোকানে কর্মরত ছিল। সে প্রায় শান্ত স্বভাবের ছিল। কিছু দিন ধরে নিলয় মানসিকভাবে বিধ্বস্ত ছিল। ব্যবসার সুবাদে নিলয় ধার দেনা করে সময় মতো পরিশোধ করতে না পারায় সে ভেঙে পড়ে। মানসিক অবসাদ থেকে সে বিষপান করে বলে পারবারিক সূত্র নিশ্চিত করে।
গত ৫ দিন আগে নিলয় বিষপান করলে তার পরিবারের লোকজন প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যায়। ৫দিন পর আজ বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, বিষপান করার পর ৫ দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নিলয় কুরী নামে এক শিক্ষার্থী মারা যাওয়ার খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।