মিরপুরের শাহ আলীতে যুবক গুলিবিদ্ধ

ঢামেক প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৫, ১৩:৪৩
শেয়ার :
মিরপুরের শাহ আলীতে যুবক গুলিবিদ্ধ

মিরপুরের শাহ আলী থানাধীন ঈদগাহ মাঠ এলাকায় দুষ্কৃতিকারীর এলোপাতাড়ি গুলিতে সাজ্জাদ হোসেন রকি (২৫) নামে এক যুবক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি ইন্টারনেট ব্যাবসায়ীর কর্মি হিসেবে কাজ করতেন। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ। তিনি বলেন, আহত সাজ্জাদ হাসপাতালে ভর্তি রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এসআই মো. মাসুদ আরও বলেন, আহতের শরীরে ক্ষত রয়েছে, তবে গুলি পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী বন্ধু শান্ত জানান, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সাজ্জাদসহ তারা তিন বন্ধু মিরপুর এক নম্বর সেকশনে ঈদগাহ মাঠের পাশে চায়ের দোকানে যাচ্ছিলেন। সেখানে মিরাজের যুবদলের একটি কার্যালয় রয়েছে। 

মিরাজ ভাইয়ের অফিসের সামনে গণ্ডগোল চলছিল জানিয়ে তিনি বলেন,‘সেখানে অজ্ঞাত এক ব্যাক্তি এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। আমরা দৌড়ে সেখান থেকে যাওয়ার সময়ে সাজ্জাদের পিঠে একটি গুলি বিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।’ 

আহত সাজ্জাদের বাসা মিরপুর এক নম্বর সেকশনের নিউ সি ব্লকে। তার বাবার নাম দেলোয়ার হোসেন।