ধর্ষণ-হত্যার শিকার শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান
নাটোরের বড়াইগ্রামে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যার পর অ্যাসিডে মুখ ঝলসানো শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি।
গত সোমবার দিবাগত রাত ১টার দিকে পরিবারটিকে এই সহায়তা পাঠান তারেক রহমান। পাশাপাশি এই ঘটনায় ন্যায়বিচার পেতে শিশুর পরিবারটিকে আইনি সহায়তা দেওয়ারও আশ্বাস দেন তিনি।
গতকাল মঙ্গলবার রাতে তারেক রহমানের নির্দেশে নাটোর জেলা বিএনপির সদস্য এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল কাদের মিয়া ওই শিশুর বাড়িতে যান। এ সময় উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান মৃধাসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
সেখানে গিয়ে তারা শিশুটির পরিবারকে তারেক রহমানের পাঠানো ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন। এছাড়া আইনিসহ সব ধরনের সহায়তারও আশ্বাস দেন।
এ সময় নিহত শিশুর মা মোমেনা খাতুন অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, সোমবার দাদীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে ধর্ষণের শিকার হয় প্রবাসী জাহিরুল ইসলামের ৭ বছরের শিশুকন্যা জুঁই। ধর্ষণের পর তাকে হত্যা করে মুখমণ্ডল অ্যাসিডে ঝলসে দেওয়ার পর বাড়ির অদুরে একটি ভুট্টা খেতে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (ওসি) মাহবুবুর রহমান বলেছেন, ‘শিশুটির বাড়ি বড়াইগ্রাম উপজেলায় (নাটোর) হলেও লাশটি উপজেলার সীমান্তবর্তী পাবনার চাটমোহর এলাকায় পাওয়া গেছে। ফলে এই অপরাধটির মামলা চাটমোহর থানায় নেওয়া হবে। তবে দুর্বৃত্তদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে বড়াইগ্রাম থানা পুলিশও যথাযথ দায়িত্ব পালন করবে।’