‘অপার সম্ভাবনার বাংলাদেশ’ নিয়ে কী বার্তা দিলেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৩
শেয়ার :
‘অপার সম্ভাবনার বাংলাদেশ’ নিয়ে কী বার্তা দিলেন জামায়াত আমির

‘অপার সম্ভাবনার হাতছানি কাঙ্ক্ষিত বাংলাদেশ’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওই পোস্টে প্রিয় জন্মভূমিকে নিয়ে সুন্দর পরিকল্পনাগুলো শেয়ার করতে চেয়েছেন তিনি। 

গতকাল মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা জানান। 

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘অপার সম্ভাবনার বাংলাদেশ নিয়ে আলোচনা করতে ইউরোপিয়ান ইউনিয়নের আমন্ত্রণে ব্রাসেলসে গিয়েছিলাম। সেই গল্প আর প্রিয় জন্মভূমিকে নিয়ে সুন্দর পরিকল্পনাগুলো আপনাদের সঙ্গে শিগগিরই শেয়ার করব ইনশাআল্লাহ।’

এর আগে গত ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান জামায়াতের আমির শফিকুর রহমান। সফরে তার সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান।

এদিকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় তাদের এ সাক্ষাৎ হয়। এ সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন।