পাওনা ৮৪০ টাকা চাইতে গিয়ে প্রাণ গেল মুদি দোকানির

ঝিনাইদহ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ২১:৫৯
শেয়ার :
পাওনা ৮৪০ টাকা চাইতে গিয়ে প্রাণ গেল মুদি দোকানির

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়ায় এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী (৫৫) বাদপুকুরিয়া গ্রামের মৃত কেনু মন্ডলের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মুদি দোকানদার মোহাম্মদ আলী আশাদুল নামের এক ব্যক্তির কাছে বাকিতে মালামাল বিক্রয় করে। দীর্ঘদিন ধরে ৮৪০ টাকা না দেওয়ায় সকালে আশাদুলের বাড়িতে টাকা চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে আশাদুল মোহাম্মদ আলীকে বেধড়ক কিল ঘুষি মারলে ঘটনাস্থলে মোহাম্মদ আলী অসুস্থ হয়ে পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার জেরে স্থানীয় জনতা আশাদুলের পরিবারকে অবরুদ্ধ করে এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে আশাদুল ও তার পিতা আশকার ও মাতা আয়েশা খাতুনকে ঝিনাইদহ সদর থানা হেফাজতে নেয়।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মৃত্যুর ঘটনায় বাদপুকুরিয়া গ্রামের চাতাল শ্রমিক আশাদুল, তার পিতা ও মাতাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। নিহত মোহাম্মদ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।