রিসোর্টের লেক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের প্রায় ২৮ ঘণ্টা পর ‘ফ্যামিলি মার্ট রিসোর্টের’ লেক থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্কুলছাত্র আরিয়ান স্বপ্নীল (১৪) গাজীপুর সদর উপজেলার হারিনাল গ্রামের মো. রাসেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের গজারিতলা গ্রামের ওই রিসোর্টের লেক থেকে স্বপ্নীলের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে গতকাল সোমবার উপজেলার প্রহলাদপুরে খালার বাড়িতে আসে সে। একই দিন দুপুর একটার দিকে ওই রিসোর্টের লেকে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় আরিয়ান।
আরিয়ানের বাবা রাসেল মিয়া জানান, দুই সন্তানকে নিয়ে তিনি গতকাল সোমবার দুপুরে ফ্যামিলি মার্ট রিসোর্টের লেকে সাঁতার কাটতে নামেন। ছোট ছেলেকে নিয়ে সাঁতার কাটার একপর্যায়ে স্বপ্নীল ফুটবল নিয়ে লেকে নেমে পড়ে পানিতে তলিয়ে যায়। চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি।
ওই রিসোর্টের প্রতিষ্ঠাতা মো. খোকন মিয়া বলেন, আমাদের কোনো অবহেলা ছিল না। পার্কটি এখনো নির্মাণাধীন। তাই লেকে তেমন কোনো তদারকি বা সুরক্ষার ব্যবস্থা নেই। অমাদের কথা না শুনে লোকজন নেমে সাঁতার কাটে।
মাওনা ফায়র সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে টঙ্গী থেকে ফায়র সার্ভিসের ডুবুরী দল এসে মঙ্গলবার বিকেলে নিখোঁজ ওই কিশোরর মরদেহ রিসোর্টের লেক থেকে উদ্ধার করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ওই রিসোর্টের লেকে এক স্কুলছাত্র ডুবে যাওয়ার খবর পেয়েছি। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেক থেকে কিশোরর মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।