বেলুচিস্তানে পুলিশের গাড়িতে হামলা, নিহত ৩
পাকিস্তানের বেলুচিস্তানে একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৬ পুলিশ সদস্য। আজ মঙ্গলবার সকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
সংবাদমাধ্যমটি জানায়, বেলুচিস্তানের মাসতাংয়ের শমসাবাদ এলাকায় এই হামলা চালানো হয়। এরপর বোলান মেডিকেল কমপ্লেক্স হাসপাতাল ও সিভিল হসপিটালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিনদ্ জানিয়েছে যে, আহতদের স্থানীয় হাসপাতাল থেকে কোয়েটাতে স্থানান্তর করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তিনি বলেন, কালাত কে রওনা দেওয়ার পর ওেই গাড়িটি হামলার শিকার হয়। আইইডি ডিভাইসের মাধ্যমে এই বিস্ফোরণ ঘটনো হয়েছে। প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি পুরো ঘটনার দেখভালেল জন্য স্বাস্থ্যমন্ত্রী বখত কাকারকে দায়িত্ব দিয়েছেন।
মুখ্যমন্ত্রী জানান, বেলুচিস্তান সরকার হতাহতদের পাশে আছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস