টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

টঙ্গী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ১৪:০০
শেয়ার :
টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

গাজীপুর টঙ্গীতে অজ্ঞাত ও গাড়ির ধাক্কায় মিটুল (৪০) নামে এক পথচারীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি মিটুলকে ধাক্কা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই মিটুলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

 পুলিশ জানায়, নিহত মিটুল কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ছয়গরি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি টঙ্গীর বনমালা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি পেশায় টাইলস মিস্ত্রি। 

মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক শফিউল ইসলাম উপস্থিত হয়ে নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। 

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফরিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

উল্লেখ্য গত ১৫ দিনের মধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট থেকে হোসেন মার্কেট এলাকায় তিনজন নর-নারীর সড়ক দুর্ঘটনার মৃত্যু হয়েছে। 

স্থানীয়রা জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট থেকে তামিরুল মিল্লাত ফ্লাইওভার পর্যন্ত এলাকাটি সাধারণ পথচারীদের জন্য ভয়ংকর মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারী বাড়ানোর দাবী জানান তারা।