তাহিরপুরে সাড়ে ৩০০ কোটি টাকার বোরো ধানের ফলন

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ১৩:০১
শেয়ার :
তাহিরপুরে সাড়ে ৩০০ কোটি টাকার বোরো ধানের ফলন

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু হয়েছে। সুনামগঞ্জে এবার সাড়ে ৩০০ কোটি টাকার বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় খুশি হাওরাঞ্চলের কৃষকেরা। 

তবে শিলা বৃষ্টি ও খরায় কিছু ক্ষতি হলেও তা কাটিয়ে উঠতে জমির সম্পূর্ণ ধান কেটে গোলায় তুলতে প্রখর রৌদের মধ্যেই কৃষক নিজে, আবার শ্রমিক দিয়েও মেশিনে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন।

গতকাল সোমবার বৈশাখের প্রথম দিন দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের শনির হাওরে বোরো ধান কর্তন উৎসবের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোস্তফা ইকবাল আজাদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা জামায়াতের আমির রুকন উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ, বিএনপি নেতা সাইদুল কিবরিয়া, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক তুজাম্মিল হক নাছরুম, জাহাঙ্গীর আলম,উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, ছাত্রদল নেতা আবুল হাসনাত রাহুলসহ সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গ্রামের সাধারণ কৃষকরা।

এদিকে সচেতন মহল জানান, হাওরে হাইব্রিড ধানের উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা সেদিকে ঝুঁকে পড়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে দেশীয় জাতের ধান। এছাড়া বাজারে ধান কাটার জন্য শ্রমিকদের ব্যবহার করা কাছি বা কাস্তে বিক্রিও বেড়ে গেছে। 

কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম জানিয়েছেন, উপজেলায় এবার বোরো ধানের ভাম্পার ফলন হয়েছে। শনি ও মাটিয়ান হাওরসহ উপজেলার ৭টি ইউনিয়নের ছোট বড় ২৩টি হাওরে ও নন হাওরে ১৭ হাজার ৫ শত ৯ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আবাদ ও পরিবেশে ভাল থাকায় ৬৮ হাজার ৬ শত ১৮ মেট্রিকটন ধান উৎপাদন হবে, যার বাজার মুল্য ৩ শত কোটি ৩৬ লাখ টাকার বেশি। আমরা সার্বক্ষণিক যোগাযোগ করে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা করছি। হাওরে পর্যাপ্ত সরকারী ভর্তুকিতে দেওয়া ধান কাটার মেশিন আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, হাওরের কৃষকরা এখন উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে ধান কাটছেন। কৃষকদের সবাত্মক সহযোগিতা করা হবে। তাদের কষ্টে উপার্জিত ধান গোলায় তুলার জন্য।