নারায়ণগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণের নানা কর্মসূচি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২৫, ১৩:২৬
শেয়ার :
নারায়ণগঞ্জে বর্ণিল আয়োজনে বর্ষবরণের নানা কর্মসূচি

নারায়ণগঞ্জে বর্ণিল সাজে নানা আয়োজনে ১৪৩২ নববর্ষ উদযাপন করা হচ্ছে।আজ সোমবার সকালে সাড়ে ৯টায় শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে বৈশাখী শোভাযাত্রার মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লিঙ্ক রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্তি হয়। 

জেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে নানা আয়োজন। এ ছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

তিন স্তরের কঠোর নিরাপত্তার চাদরে নারায়ণগঞ্জে এবারের পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। বৈশাখী শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য বহনকারী সাজসজ্জায় এবং প্লেকার্ড নিয়ে মানুষ অংশগ্রহণ করেন।পালকি, ঘোড়ার গাড়ি, হাতি, কৃষক সাজে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের প্রদর্শন হয়েছে এই মিছিলে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত বৈশাখী শোভাযাত্রা শুরুর আগে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে এখানে মিলনমেলা ঘটানো হয়েছে। বাংলাদেশের ঐতিহ্য বহন করে এমন সকল আয়োজন করা হয়েছে আমাদের পক্ষ থেকে। তার মধ্যে ঐতিহ্যবাহী পুতুল নাচ, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম।’

এ সময় জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘আজকে বাংলা নতুন বর্ষ উৎযাপন উপলক্ষে সব দিকে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি, র‌্যাব, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এদিকে বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় নারায়ণগঞ্জ জেলা বিএনপিসহ বিভিন্ন থানা উপজেলা থেকে আসা নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই শোভাযাত্রায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরি, নারায়ণগঞ্জ জেলা মহিলাদল সভাপতি রহিমা শরিফ মায়া, সাবেক ছাত্রদল নেতা নাজমুল হক, জাহিদ হোসেনসহ বিভিন্ন থানা উপজেলার নেতৃবৃন্দরা।

শোভাযাত্রাটি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে চাষাড়া গোল চত্বর প্রদক্ষিণ করে নগরীর নারায়ণগঞ্জ ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন নারাণয়গঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘আজকে আমরা একটা নতুন পরিবেশে, স্বৈরাচার ফ্যাসিবাদমুক্ত পরিবেশে নববর্ষ বরণ করে নিলাম। ফ্যাসিবাদের পতনের পর আগামীতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ হবে এদেশের মানুষ গণতন্ত্রমনা। এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার আদায়ের মধ্য দিয়ে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা হবে।’

যুগ্ম-আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসী তথা বাংলাদেশের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। ফ্যাসিস্ট পতনের মুক্ত আকাশে এই নববর্ষ বাংলাদেশের মানুষদের নতুনভাবে উজ্জিবীত করবে। আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের অধিকার, চিন্তা চেতনা ও কর্মকাণ্ডে গণতান্ত্রিক পরিবেশ যাতে প্রতিষ্ঠিত হয়, সেই রাষ্ট্রব্যবস্থা জাতীয়তাবাদী দলের মাধ্যমে প্রতিষ্ঠা করা হবে।’