বাংলা নববর্ষ উপলক্ষে দেশব্যাপী আয়োজন

বিনোদন সময় ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ০০:০০
শেয়ার :
বাংলা নববর্ষ উপলক্ষে দেশব্যাপী আয়োজন

বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। প্রথমবারের মতো বেশকিছু আয়োজন যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড শো, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, ড্রোন শো, সাধুমেলা ও লোকনাট্য উৎসব।

নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’য় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ২৮টি জাতিগোষ্ঠীর ৪৯৪ জন শিল্পী বর্ণিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করবেন। এ ছাড়া শোভাযাত্রায় দুই শতাধিক ব্যান্ড সংগীতশিল্পী অংশগ্রহণ করবেন। শোভাযাত্রা থেকে পৃথিবীর শান্তি কামনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্মিলিতভাবে পরিবেশিত হবে গান। এ ছাড়া থাকছে ঢাকার চীনা দূতাবাসের কারিগরি সহায়তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় ‘ড্রোন শো’ ও ‘ব্যান্ড শো’।

১৫ এপ্রিল বিকাল সাড়ে চারটায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে ব্যান্ড, নৃত্যদল, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও যন্ত্রশিল্পীদের সমন্বয়ে ‘বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করা হবে। অনুষ্ঠানে সমবেত যন্ত্রবাদন ও সমবেত সংগীত পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পী ও কণ্ঠশিল্পীরা। সমবেত নৃত্য পরিবেশন করবে নান্দনিক নৃত্য সংগঠন, কায়া আশ্রম, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস, স্বপ্ন ছোঁয়া সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পী ও নবীন নৃত্যশিল্পীরা। ব্যান্ডসংগীত পরিবেশন করবে বাংলা ফাইভ, সর্বনাম, অনিমেষ রায় ও তার দল এবং রে রে সংগঠন। এ ছাড়া থাকবে একক সংগীত পরিবেশনা।

পহেলা বৈশাখে গাইবে না ‘ঋষিজ শিল্পীগোষ্ঠী’

১৯৮৩ সাল থেকে চলে এসেছে যে রীতি, সেটা মাঝে শুধু একবারই থেমেছিল ২০২০ সালে। করোনা মহামারীর দাপটের কাছে সেবার হার মেনেছিলেন বিপ্লবী গণসংগীতশিল্পী ফকির আলমগীর ও তার দল ‘ঋষিজ শিল্পী গোষ্ঠী’। প্রতিবারের মতো সেবার শিশুপার্কের সামনে মঞ্চ সাজিয়ে বাবরি চুল ঝাঁকিয়ে বিপ্লবী গান শোনাতে পারেননি এই কণ্ঠসৈনিক। পরের বছর (২০২১), সেই করোনা ভাইরাসের কাছে জীবনটাই তুলে দিয়ে পরপারে পাড়ি জমিয়েছিলেন কিংবদন্তি ফকির আলমগীর। তবু ‘ঋষিজ শিল্পী গোষ্ঠী’ তথা ফকির পরিবারের সদস্যদের আগ্রহে প্রতি পহেলা বৈশাখে শিশুপার্কের সামনে আয়োজন করে আসছে ‘নব আনন্দে জাগো’ নামের অনুষ্ঠানটি। কিন্তু এবার আর সেটি হচ্ছে না বলেই নিশ্চিত করেছে সাংস্কৃতিক সংগঠনটি ও ফকির পরিবারের সদস্যরা। ঋষিজ শিল্পী গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক ড. ফকির মাশুক আলমগীর জানান, ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে, পহেলা বৈশাখ উপলক্ষে শিশুপার্কের সামনে এ বছর কোনো অনুষ্ঠান করবে না ‘ঋষিজ শিল্পী গোষ্ঠী’।