৭ হত্যা মামলার আসামি লেগুনা আপেল মুন্সিগঞ্জে গ্রেপ্তার
সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ৭টি হত্যা মামলার আসামি আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব -১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম।
আপেল মাহমুদ (৪৩) সাভার পৌর এলাকার ভাটপাড়া রেডিও কলোনি এলাকার মৃত শুকুর মুন্সীর ছেলে।
গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেবার পর গা দেন আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল।
র্যাব জানায়, দীর্ঘ দেড় মাস ধরে অনুসরণ করে তথ্য প্রযুক্তির সাহায্যে আজ রবিবার বিকেলে মুন্সিগঞ্জ জেলার সদর থানার কেওয়ার লোহারপুল গাবতলা মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের ছত্রছায়ায় লেগুনার চালক থেকে থেকে আপেল মাহমুদ হয়ে ওঠেন মূর্তিমান আতঙ্ক। তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরায় আপেল মাহমুদের হাতে হেনস্থার শিকার হন স্থানীয় গণমাধ্যম কর্মীরাও। এছাড়া সাভারে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে বিপরীতে সশস্ত্র ক্যাডারদের নিয়ে অংশ নেওয়ার পাশাপাশি তৎকালীন বিরোধী দলীয় নেতাদের বাড়ি বাড়ি মহড়া দিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।’
র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আপেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের শেষে সাভার মডেল থানা পুলিশের হাতে হস্তান্তর করা হবে।