বিধ্বস্ত মিয়ানমারে ফের ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ১৯:৫৩
শেয়ার :
বিধ্বস্ত মিয়ানমারে ফের ভূমিকম্পের আঘাত

কিছুদিন আগেই ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে মিয়ানমারে। এখন পর্যন্ত ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় সরকার। ক্রমেই বেড়ে চলেছে এই সংখ্যা। এরই মধ্যে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। 

আজ রবিবার সকালে মিয়ানমারের মধ্যাঞ্চলের একটি ছোট শহর মেইকটিলার কাছে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

গত ২৮ মার্চে দেশটির কেন্দ্রীয় অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারে যখন ত্রাণ তৎপরতা চলছে তার মধ্যেই এই ভূমিকম্পটি আঘাত হানলো। সর্বশেষ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় এবং রাজধানী নেপিদোর মাঝামাঝি। 

সেই ভূমিকম্পে শুক্রবার (১১ এপ্রিল) পর্যন্ত গত ২৮ মার্চের ভূমিকম্পে ৩ হাজার ৬৪৯ জন নিহত এবং ৫ হাজার ১৮ জন আহত হয়েছেন ভূমিকম্পের শত শত আফটারশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।