কচুয়ায় স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করলেন হাবিবুর রহমান

অনলাইন ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ১৭:৩৪
শেয়ার :
কচুয়ায় স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করলেন হাবিবুর রহমান

চাঁদপুরের কচুয়ায় তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য খাতা-কলম, শিক্ষকদের জন্য ডায়েরি ও কলম বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। এছাড়া সেখানে দুটি দৃষ্টিনন্দন বিদেশি ফুলগাছও (জাকারান্ডা) রোপণ করেন তিনি।

আজ রবিবার এসব কর্মসূচি পালন শেষে ইঞ্জিনিয়ার হাবিব বলেন, ‘আমার নেতা তারেক রহমান বলেছেন- আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের জন্য কাজ করুন; জনগণের মন জয় করুন। আমার নেতার আদেশ পালন করতে আমি স্কুলে স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নিয়ে আমার সামর্থ অনুযায়ী অব্যহতভাবে করে যাচ্ছি। আজকের এই ছোট্ট বন্ধুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, সুতরাং তাদের শিক্ষার ব্যাপারে যত্নশীল হওয়া আমাদের জরুরি প্রয়োজন। আমি কচুয়াবাসীর কাছে থেকে পাশে থেকে আজীবন কাজ করতে চাই ।’ 

তিনি বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়তা প্রদান করবে এবং কচুয়ার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান।  

এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন, যাতে কচুয়া আরও সমৃদ্ধ ও সবুজ হয়ে ওঠে।

তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘আজকে দীর্ঘ বছরের শিক্ষকতায় কাউকে দেখলাম না এত সুন্দর শিক্ষা উপকরণ নিয়ে স্কুলে হাজির হয়েছে। উনি শিক্ষিত মানুষ; শিক্ষার প্রতি উৎকর্ষতা আমাদের মুগ্ধ করেছে।’