বৈশাখী অনুষ্ঠান বাতিল করল ঋষিজ শিল্পী গোষ্ঠী
ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এবারের পয়লা বৈশাখে কোনো সাংস্কৃতিক আয়োজন করছে না প্রয়াত গণসংগীত শিল্পী ফকির আলমগীর প্রতিষ্ঠিত সংগঠন ‘ঋষিজ শিল্পী গোষ্ঠী’।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ড. ফকির মাশুক আলমগীর এক বিবৃতিতে জানান, ‘ঋষিজ শিল্পী গোষ্ঠী’র পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, এ বছর পয়লা বৈশাখ উপলক্ষে শিশুপার্কের সামনে আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না।’
তিনি বলেন, ‘ফিলিস্তিনে ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে আমরা একাত্মতা প্রকাশ করছি। এই প্রেক্ষাপটে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান আয়োজন করা সংবেদনশীলতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না বলে আমরা মনে করি।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ঋষিজের এই বৈশাখী আয়োজন ‘নব আনন্দে জাগো’ ১৯৮৩ সাল থেকে নিয়মিত হয়ে আসছে। শুধু ২০২০ সালে করোনা মহামারির কারণে অনুষ্ঠানটি একবার বন্ধ ছিল। সে বছর বাবরি চুল ঝাঁকিয়ে বিপ্লবী গান নিয়ে ফকির আলমগীরকে দেখা যায়নি সেই চেনা মঞ্চে।
বলা দরকার, ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান ফকির আলমগীর। তবুও তার পরিবারের সদস্যদের আগ্রহে এবং সংগঠনের প্রচেষ্টায় অনুষ্ঠানটি চালু ছিল। তবে এবার ব্যতিক্রম। পয়লা বৈশাখে শিশু পার্কের সামনে থাকবে না ‘ঋষিজ শিল্পী গোষ্ঠী’র পরিচিত মঞ্চ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট