চারুকলায় আগুন /

সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

অনলাইন ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ১৪:১০
শেয়ার :
সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

চারুকলায় পয়লা বৈশাখ উপলক্ষে তৈরি করা ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। যেখানে এক যুবককে দেখা গেলেও তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ সিসিটিভি ফুটেজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘কালো টি-শার্ট, ব্রাউন প্যান্ট, কালো স্যান্ডেল পরা ও পিছনে চুলে ঝুঁটি করা একটা ছেলে চারুকলার মাঝখানের গেট (৩ নং গেট) টপকে প্রবেশ করে। কোথা থেকে ছেলেটা এসেছে সেটা বোঝা যায়নি।’

তিনি বলেন, ‘প্রবেশ করে প্রথমে সে লিকুইড (দাহ্য পদার্থ) দিয়েছে, তারপর সে পর্দার আড়ালে চলে গেছে। তারপর ফুটেজে আমার দেখলাম, সেখানে ফ্লেম (অগ্নি শিখা) হয়েছে। এর মানে হয়তো সে সেখানে লাইটার চালিয়ে পরীক্ষা করেছে। তারপর সেখানে গিয়ে ফায়ার করেছে। ছেলেটা যেই গেট দিয়ে প্রবেশ করেছে সেই গেট দিয়েই বেড়িয়ে ছবির হাটের দিকে গেছে।’ 

এদিকে এ বিষয়ে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ বলেন, ‘এটা উদ্দেশ্যপ্রণেদিতভাবে, খুব সুপরিকল্পিতভাবে করা হয়েছে। ফ্যাসিবাদের পক্ষের একটা শক্তি এখানে ঘাপটি দিয়ে আছে। তারাই এই কাজ করেছে বলে আমরা প্রাথমিকভাবে সন্দেহ করছি। একটা সুস্থ তদন্ত হবে এবং আইনিভাবে শক্তহাতে দেখা হবে।’

এদিকে এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে। যেখানে মোটিফে আগুন দেওয়া ওই যুবককে মুখে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মোটিফ পোড়ানোর ঘটনায় তদন্ত গুটিয়ে আনার কথা বলেছেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বাংলা নববর্ষের আগের দিন আজ রবিবার রমনা বটমূলে ছায়নটের বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা প্রস্তুতি দেখতে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘খুব শীঘ্রই গ্রেপ্তারের খবর আপনাদের দিতে পারব আশা করি।’

ওই ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়েরের প্রসঙ্গ ধরে পুলিশ কমিশনার বলেন, ‘শুধু এটুকু বলে রাখি, আমরা অত্যন্ত ক্লোজ। খুব নিকটে পৌঁছে গেছি ডিটেকশনের ক্ষেত্রে। আমরা আশা করতেছি আগামীকাল সোমবার সকাল ৯টায় শোভাযাত্রা শুরুর আগেই সন্তোষজনক পর্যায়ে ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব। সম্ভব যদি হয়, বাই দিস টাইম, দুর্বৃত্তদের অ্যারেস্ট করতে সক্ষম হব ইনশাআল্লাহ।’