রাজবাড়ী জেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহ্বায়ককে অব্যাহতি

রাজবাড়ী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ১১:২৬
শেয়ার :
রাজবাড়ী জেলা স্বেচ্ছা সেবকদলের যুগ্ম আহ্বায়ককে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার যুগ্ন আহ্বায়ক মো. সাব্বির হোসেনকে দলীয় পথ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

গতকাল শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার যুগ্ন আহ্বায়ক মো. সাব্বির হোসেনকে দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জেলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের রাজনৈতিক অফিসে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ সময় অফিসে ছাত্রদল নেতা না থাকায় বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পায়।