পহেলা বৈশাখকে কেন্দ্র করে নাগালের বাহিরে ইলিশের দাম
বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ। আর এ উৎসবের অন্যতম আকর্ষণ পান্তা-ইলিশ। তাই এ উৎসবকে পুঁজি করে বেড়েছে ইলিশসহ সব ধরনের মাছের দাম।
দেশের বৃহৎ পটুয়াখালীর পাইকারি মাছ বাজার মহিপুর ও আলীপুরে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২শ' থেকে ২৫শ' টাকা কেজি দরে। ৭শ' থেকে ৯শ' গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৬শ' থেকে ১৮শ' টাকা কেজি দরে। ৫ শ' থেকে ৭ শ' গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২ শ' টাকা কেজি দরে। আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬শ' থেকে ৮ শ' টাকা কেজি দরে।
হঠাৎ ইলিশের দাম আকাশচুম্বী হওয়ায় বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ। তবে সমুদ্রে মাছের অকাল থাকায় ইলিশের দাম অনেকটা বেশি বলে জানিয়েছেন পাইকারি বিক্রেতারা।
এদিকে গুটিকয়কে সাধারণ মানুষ তাদের অভিমত ব্যক্ত করে বলেছেন, ‘গতবারের চেয়ে এ বছর মাছ সরবরাহ কম থাকা সত্ত্বেও দাম নাগালের একদম বাইরে নয়।’
একজন ক্রেতা সুমন্ত মজুমদার জানান, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বর্তমানে আমাদের কিছুটা হলেও সাধ্যের মধ্যে রয়েছে। সেটা সমন্বয় করে হিসেব করলে পান্তা ইলিশ দিয়ে উৎসব পালন করা কঠিন হবে বলে মনে হচ্ছে না।