মতলব উত্তরে বিএনপি নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন বেপারীকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার দিবাগত আনুমানিক রাত ৩টার সময় এ ঘটনা ঘটে। আহত কবির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, এখলাছপুর কালীগাছখলা গ্রামের বাখর আলী বেপারীর ছেলে কবির হোসেন বেপারী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দলীয় দায়িত্ব পালন করছেন। স্থানীয় এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে গভীর রাতে তাকে চাইনিজ কুড়াল, ছুরি ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় তাকে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালী বলেন, ‘এখলাছপুর গ্রামের ৩নং ওয়ার্ডের গোলাম হোসেনের ছেলে আসাদ হোসেন (৪০), রাসেল, বিল্লাহ, আক্তার, জামালসহ অজ্ঞাতনামা ২০-২৫ জন এসে কবির হোসেনকে মেরে ফেলার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপায়। বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের মানুষ আসলে তারা পালানোর সময় আসাদকে ধরে ফেলেন জনতা। পরে পুলিশ এসে তাকে আটক করে।’
তিনি বলেন, ‘কবির হোসেন বেপারী একজন ভালো মানুষ। তারও শত্রু আছে বিষয়টি ভাবতেই পারছি না। এমন একটি ঘটনায় খুবই কষ্ট পাচ্ছি। কবির হোসেনের ভাগিনা রাজিকেও খোঁজাখুঁজি করেছে তারা। তাকে পেলে হয়তো তারও এই অবস্থা করত। কবির হোসেন বেপারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘একজনকে আটকে করা হয়েছে। আরও যারা জড়িত আছে, তাদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।’