সাংবাদিক শাহজাহান কমরের স্মরণসভা
দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমরের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দৈনিকটির কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি হুমায়ুন আইয়ুব। এ সময় উপস্থিত ছিলেন আমাদের সময়ের প্রকাশক ড. খোন্দকার শওকত হোসেন, নির্বাহী সম্পাদক মাঈনুল আলম, পিএইচপি ফ্যামিলির সিনিয়র সিইও মোস্তফা জামাল, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম, প্রধান প্রতিবেদক নজরুল ইসলামসহ দৈনিকটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।
ব্রাহ্মণবাড়িয়া ও খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, শাহজাহান কমরের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া ও কুষ্টিয়ায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বাদ জুমা মসজিদে নামাজ শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা সিবদাতুল্লা নূর। এ সময় জামে মসজিদের সাধারণ সম্পাদক আশিকুল ইসলামসহ কয়েক শত মুসল্লি উপস্থিত ছিলেন।
এদিকে গতকাল খোকসা প্রেসক্লাবে এক শোকসভা অনুষ্ঠিত হয়। খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি আশরাফুল আলমের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ, দ্রোহ পত্রিকার সম্পাদক তমা মুন্সী, দৈনিক আমাদের সময়ের খোকসা প্রতিনিধি রঞ্জন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সুমন কুমার মন্ডল, সদস্য সাহিদ রাজিব প্রমুখ। সভায় মফস্বল সম্পাদকের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান কমরের মৃত্যুতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আরও পড়ুন:
ছায়ানটের বার্ষিক লোকসংগীত আসর