কুতুবদিয়া চ্যানেল জয় করলেন ১৫ সাঁতারু

কক্সবাজার প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ২১:০১
শেয়ার :
কুতুবদিয়া চ্যানেল জয় করলেন ১৫ সাঁতারু

কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়েছেন ১৫ জন অভিজ্ঞ সাঁতারু। আজ শনিবার সকালে আয়োজিত এই চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আন্তর্জাতিক সাঁতারু দি সি হর্স সাইফুল ইসলাম রাসেল।

সাইফুল ইসলাম পৃথিবীর অন্যতম প্রেস্টিজিয়াস সুইমিং ইভেন্ট ‘ওসেনম্যান’ চ্যাম্পিয়ানশীপে ৪র্থ স্থান অর্জন করেন। এর আগে তিনি টেকনাফ থেকে সেন্ট মার্টিন বাংলা চ্যানেল জয় করেন। যা ৬৫ কিলোমিটার সাঁতার ছিলেন। 

বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বিওডব্লিউএস) এর আয়োজনে ‘কুতুবদিয়া চ্যানেল সুইমিং ২০২৫’ প্রতিযোগিতা শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে সাঁতারুদের যাত্রা শুরু হয়ে শেষ হয় দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটে। সাঁতার প্রতিযোগিতার দৈর্ঘ্য ছিল প্রায় ৪ কিলোমিটার। এই প্রতিযোগীতার উদ্বোধন করেন বিওডব্লিউএস-এর উপদেষ্টা ও পাহাড় থেকে.কম এর চেয়ারম্যান শিমুল চৌধুরী।

এসময় পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) পেকুয়া উপজেলা সিনিয়র সহ সভাপতি পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম।