আয়োজক লাপাত্তা /

‘এমন পরিস্থিতি শুধু বিব্রতকর নয়, খুবই লজ্জার’

বিনোদন প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৫, ১৪:০৩
শেয়ার :
‘এমন পরিস্থিতি শুধু বিব্রতকর নয়, খুবই লজ্জার’

বলিউডে ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’সহ একাধিক হিট গানের গায়ক পাকিস্তানি সংগীতশিল্পী মুস্তাফা জাহিদ। ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে গাইতে ঢাকায় এসেছিলেন জনপ্রিয় এই গায়ক। তবে গতকাল শুক্রবার আয়োজন শুরুর ঘণ্টাখানেক আগেই হঠাৎ এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’। সেসময় শিল্পীসহ সংশ্লিষ্ট কেউই আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। আয়োজকরাও ছিল লাপাত্তা! এমন ঘটনায় শ্রোতাদের পাশাপাশি শিল্পীরাও হতাশ।

এদিকে ঢাকায় এসেও এভাবে কনসার্ট বাতিল হওয়ায় ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন পাকিস্তানি সংগীতশিল্পী মুস্তাফা জাহিদ। তার কথায়, ‘আমার হৃদয় ভেঙে যাচ্ছে এই দুঃসংবাদটা দিতে… আয়োজকেরা মাত্রই জানাল- নিরাপত্তাজনিত কারণে শো বাতিল করা হয়েছে। আমরা ঢাকায় এসে রাতভর স্থানীয় শিল্পীদের সঙ্গে রিহার্সাল করেছি, প্রতিশ্রুতি ভঙ্গের পরও শুধুমাত্র ভক্তদের জন্য হাজির হয়েছিলাম। কিন্তু এই সিদ্ধান্ত আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমরা ঠিক আপনাদের মতোই হতাশ।’

এই কনসার্টে মুস্তাফা জাহিদ ছাড়াও পারফর্ম করার কথা ছিল ঢাকার শিল্পী এ কে রাহুল এবং ব্যান্ড ‘লেভেল ফাইভ’, ‘এনকোর’র। হঠাৎ করেই কনসার্ট স্থগিত হওয়ার বিষয়ে কিছুই জানেন না তারাও। অভিযোগ উঠেছে, আয়োজকেরা ভেন্যু নিশ্চিত না করেই শুরু করেছিলেন টিকিট বিক্রি। একাধিক শিল্পী জানিয়েছেন, এমন পরিস্থিতি শুধু বিব্রতকরই নয়, বরং খুবই লজ্জারও।

এ কে রাহুল বলেন, ‘এটা দেশের শিল্পীসমাজের জন্য লজ্জার। একজন বিদেশি অতিথি এসেছেন, গতকাল প্র্যাকটিসও করেছেন। কনসার্টের পূর্বমুহূর্তে যদি কারও সঙ্গে কোনো যোগাযোগ না করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা খুবই হতাশাজনক।’

ব্যান্ড ‘লেভেল ফাইভ’র ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেন, ‘আগে কনসার্ট স্থগিতের সময় আমাদের আগেভাগে জানানো হয়েছিল, এবার আয়োজকেরা আমাদের কিছুই জানায়নি। গত কিছুদিন ধরেই তারা যোগাযোগ কমিয়ে দিয়েছিল, এমনকি প্রাপ্য পারিশ্রমিকও দেয়নি। তখনই আমরা কিছুটা সন্দেহ করেছিলাম।’

কনসার্টটি হওয়ার কথা ছিল পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। কিন্তু এই প্রদর্শনী কেন্দ্রের কর্তৃপক্ষ জানিয়েছে, মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন নামক কোনো প্রতিষ্ঠানের এদিনের জন্য কোনো বুকিং দিইনি। তারা যোগাযোগ করলেও কোনো অর্থ পরিশোধ করেনি।

অন্যদিকে গতকাল দুপুর থেকেই অনেক দর্শক ভেন্যুর গেটে জড়ো হতে থাকেন। কিন্তু কনসার্ট হলের গেট বন্ধ; নেই কোনো আয়োজনের চিহ্ন, পোস্টার বা সাউন্ড-সিস্টেম। আয়োজকদের ফোনে যোগাযোগের চেষ্টা করলেও নম্বর বন্ধ পাওয়া যায়।

এর আগেও ‘রক দ্য ক্যাপিটাল’ নামে একটি কনসার্ট স্থগিত করেছিল একই প্রতিষ্ঠান, যার টিকিটের টাকা এখনো ফেরত পায়নি অনেক দর্শক। সেই কনসার্টটি হওয়ার কথা ছিল গত ফেব্রুয়ারিতে, তবে নিরাপত্তাজনিত সমস্যার অজুহাতে তা স্থগিত করা হয়। শুক্রবারও একই কারণ দেখিয়ে হঠাৎ কনসার্টটি বাতিল করে তারা।