সোনারগাঁওয়ে নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের ৫ দিন পর সিরাজুল ইসলাম (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার বালুর মাঠ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
উল্লেখ্য, গত রবিবার বিকেলে ওই ব্যাক্তি নিখোঁজ হন। সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিরাজুল ইসলাম একই ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নে ঝাউচর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম গত রবিবার বিকেলে নিখোঁজ হন। বহু খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে সোমবার সকালে সিরাজুল ইসলামের ছেলে শামীম রেজা বাদি হয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে গতকাল শনিবার সকালে পার্শ্ববর্তী গ্রাম কান্দারগাঁও এলাকায় বালুর মাঠে ঝোপে স্থানীয়রা ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলের উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। একই সময় নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বৃদ্ধের মরদেহ শনাক্ত করে।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, নিহত শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।