পুকুরে মাছ ধরতে নেমে যুবকের রহস্যজনক মৃত্যু
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামের একটি পুকুরে মাছ ধরতে নেমে মনোয়ার হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে রাতেই মৃতের স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। মৃত মনোয়ার একই গ্রামের মৃত আফতাব আলীর ছেলে বলে জানা গেছে।
মনোয়ারের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, শুক্রবার সকাল দশটার দিকে ওই গ্রামের একটি সরকারি (খাস) পুকুরে কয়েকজন ব্যক্তির সঙ্গে মনোয়ার হোসেন মাছ ধরতে নামেন। মাছ ধরা শেষ হলে অন্যান্যরা পুকুর থেকে উঠে গেলেও মনোয়ার পুকুরেই ছিলেন।
সন্ধ্যা ৬ টার দিকে মনোয়ারের মরদেহ পুকুরের এক কোনে ভাসতে দেখে তার স্বজনরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে।
ওই গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, নাসির নামে একজন ব্যক্তির সরকারী লিজ নেওয়া ওই পুকুরে বিএনপির একটি গ্রুপ সকালে মাছ লুট করে এবং সন্ধ্যায় একই পুকুরের পাড়ের বাঁশঝাড়ের গর্ত থেকে লাশটি উদ্ধার করা হয়। ঠিক কীভাবে মৃত্যু হয়েছে এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে রহস্য।
কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, ‘এ ব্যাপারে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় এবং স্বজন ও স্থানীয়দের প্রবল আপত্তির মুখে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে। এ কারণে রাতেই পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি মামলা) করা হয়েছে।’