বিয়ে নয়, টুনির সঙ্গে নতুন গান নিয়ে আসছেন শফিক তুহিন

বিনোদন সময় প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৫, ০০:০০
শেয়ার :
বিয়ে নয়, টুনির সঙ্গে নতুন গান নিয়ে আসছেন শফিক তুহিন

আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব থেকে শুরু করে সবাই ধরেই নিয়েছেন ব্যাচেলর গায়ক শফিক তুহিন বিয়ে করেছেন। ঘটনা আসলে তেমন কিছুই নয়। বিষয়টি পরিষ্কার হলো ‘টোনাটুনি’ গানের টিজার প্রকাশের পরপরই। এর আগে ৯ এপ্রিল রাতে কণ্ঠশিল্পী রূপসার সঙ্গে একটি ছবি পোস্ট করে শফিক তুহিন লাভ ইমোজি দিয়ে লেখেন ‘টোনাটুনি’।

এরপর শুভেচ্ছার বন্যায় ভেসে যায় কমেন্ট বক্স। সবাই ধরেই নিয়েছেন, অবশেষে শফিক তুহিন জীবনসঙ্গী বেছে নিয়েছেন! কথা হয় শফিক তুহিনের সঙ্গে।

তিনি বলেন, ‘একটা ছবি প্রকাশের পর থেকেই মানুষ কীভাবে ধরে নিল সে আমার জীবনসঙ্গী, এটাই বুঝলাম না। আমার আত্মীয়স্বজনও বলছেন, কিরে না জানিয়েই বিয়ে করলি? তারাও শুভেচ্ছা জানাচ্ছেন! আমিও তাদের হাসিমুখে ধন্যবাদ জানিয়েছি।’

‘টোনাটুনি’ শফিক তুহিন ও রূপসার দ্বৈত গান। গানের কথা লিখেছেন বৈরাগী বকুল। শফিক তুহিনের সুরে সংগীতায়োজন করেছেন আলভি আল বিরুনি। গানটি আগামীকাল প্রকাশ হচ্ছে শফিক তুহিনের ইউটিউব চ্যানেল থেকে।