‘গোপালগঞ্জ ফাউন্ডেশন ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
রাজধানী ঢাকার আইডিইবি’র সোস্যাল গার্ডেন হলরুমে গোপালগঞ্জ ফাউন্ডেশন ঢাকা’র ঈদ পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ফাউন্ডেশনের সেক্রেটারি শরীফ বায়জীদ মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ফাউন্ডেশন ঢাকা’র উপদেষ্টা অধ্যাপক রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা সারওয়ার হোসাইন প্রমুখ।
গোপালগঞ্জ ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ সভাপতি ডা. সাঈদুর রহমান, সহ-সভাপতি মুজিবুর রহমান ঝন্টু, সহকারি সেক্রেটারী আতাউর রহমান, তৌফিকুর রহমান প্রমুখ।