৭০ বছরের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলায় জমিলা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, বৃদ্ধার স্বামী আব্দুল হামিদ (৮১) ঘরে ঢুকে স্ত্রীর মরদেহ মেঝে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য নূর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি শ্যামগঞ্জ পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় রশি বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পায়। পুলিশ তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শুরু করে।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে বৃদ্ধার রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।