টাংগুয়ার হাওরে ৮ লাখ টাকার বিভিন্ন জাল পুড়িয়ে ছাই

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ১৪:৩২
শেয়ার :
টাংগুয়ার হাওরে ৮ লাখ টাকার বিভিন্ন জাল পুড়িয়ে ছাই

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে ৮ লাখ টাকার বিভিন্ন জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার রাতে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 

বারবার টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে মাছ ধরার বিভিন্ন রখমের জাল জব্দ করে আগুনে পুড়ে ছাই করা হলেও এর সঙ্গে জড়িতদের আটক করা হয় না। সে কারণে মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাংগুয়া হাওরে মাছ,পাখি শিকার ও জীব বৈচিত্র্য দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন টাংগুয়ার হাওর পাড়ের সচেতন বাসিন্দাগণ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক হাসিবুল তারেক ও গোলাবাড়ী আনসার ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে ২হাজার মিটার রিং চাই ও ২ হাজার মিটার কোনা জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা। পরবর্তীতে জব্দ করা জালগুলো রৌয়ার বিলের উপরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

এর সত্যতা নিশ্চিত করে উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক হাসিবুল তারেক জানান, অভিযানের খবর পেয়ে জেলেরা জালগুলো ফেলে পালিয়ে যান। যার জন্য তাদের আটক করা সম্ভব হয়নি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, টাংগুয়ার হাওরে কোনো ধরনের অনিয়ম কঠোরভাবে দমন করার পাশাপাশি নিরুৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। হাওরে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আর অনিয়মকারী ও জেলেদের চিহ্নিত করে আইন গত পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ছাড় দেয়া হবে না।