বগুড়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

বগুড়া প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ১২:৫১
শেয়ার :
বগুড়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত

বগুড়ার কাহালুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় নুর আলম (৫৫) নামের এক অটো ভ্যানচালক নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভাবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত নুর আলম কাহালু থানার শিকড় গ্রামের মৃত ওসমান আলীর ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এতথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে দরগারহাট এলাকা থেকে অটো চালিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন নুর আলম। পথে ভাবরা নামক স্থানে পৌঁছিলে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটো ভ্যানকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে, বাসটি আটক করা যায়নি।