নিরাপত্তা কর্মীদের পিস্তল ঠেকিয়ে কারখানার মালামাল লুট

কালিয়াকৈর প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ১২:৩৭
শেয়ার :
নিরাপত্তা কর্মীদের পিস্তল ঠেকিয়ে কারখানার মালামাল লুট

গাজীপুরের কালিয়াকৈরে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডিসক্রিট ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার মালামাল লুট করার অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের সদস্য দল কারখানাটি পরিদর্শনে করেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কালামপুর এলাকায় ওই কারখানায় এ ঘটনা ঘটে। 

কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালামপুর এলাকায় ডিসক্রিট ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানাটি মালিকানা দ্বন্দ্বে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত দেড়টার দিকে ২০ থেকে ২৫ জনের ডাকাত দলের সদস্যরা নিরাপত্তা কর্মীদের পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে হাত, পা ও মুখ বেঁধে কারখানার গ্রিল কেটে ভিতরে ঢুকে ১২টি সেলাই মেশিন, ২টি ল্যাপটপ, সিসি ক্যামেরার মনিটর, বিদেশি বায়ারদের সঙ্গে চুক্তিপত্র ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যান। এ সময় নিরাপত্তা কর্মীদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। ততক্ষণে ডাকাত দল সদস্যরা মালামাল নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান। সংবাদ পেয়ে শুক্রবার সকালে কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার রিয়াদ মাহামুদ, তদন্ত ওসি জাফর আলী ও অপারেশন ওসি যোবায়ের এদের নেতৃত্বে এক দল পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। 

কারখানার কর্তৃপক্ষ মোহাম্মদ ইউসুফ খান জানান, আমাদের কারখানার নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং সেই সঙ্গে হাত, পা বেঁধে ডাকাত দল সদস্যরা প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছেন।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।