গাংনীতে বিদেশি পিস্তল গুলি ও ম্যাগজিনসহ আটক ১
মেহেরপুরের গাংনীতে বিদেশী পিস্তল গুলি ও ম্যাগজিনসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী।
আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মেহেরপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন রওশন আলম ও লে: মিনহাজের নেতৃত্বে উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লাল্টু বিশ্বাস ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, লাল্টু বিশ্বাস নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায়। এ অভিযানে ৭.৬৫ এমএম সাইজের ১টি বিদেশি পিস্তলসহ ২টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সেনাক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্য অনুযায়ী জানতে পারা যায়, লাল্টু বিশ্বাসের দুই ভাই ভিন্ন ঘটনায় মারা যান। এ কারণে উদ্ধারকৃত বিদেশী পিস্তুল দিয়ে তার নিরাপত্তা নিশ্চিত ও চাঁদাবাজি কাজে ব্যবহার করতেন তিনি।