চাঁদা না পেয়ে চাল ব্যবসায়ীর বাড়িতে গুলি, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সন্ত্রাসী
চাঁদা দিতে রাজি না হওয়ায় দেশের শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদের বাড়িতে গুলি করার ঘটনায় শাকিল (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর সদর থানার খানখানাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করেছে। গ্রেপ্তার হওয়া শাকিল কুষ্টিয়া শহরের চর আমলা পাড়ার বাসিন্দা এবং কাজী আব্দুর সামাদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, মোটরসাইকেল জব্দ এবং মোবাইল-ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে শাকিলকে শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল বুধবার দুপুরে মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই সন্ত্রাসী কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার গোশালা রোডে অবস্থিত আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে কেউ হতাহত না হলেও তাদের ছোড়া গুলিতে বাড়িটির জালানার কাচ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপর ঘটনাস্থল ত্যাগ করে দুই সন্ত্রাসী।
এ ঘটনায় আব্দুর রশিদ কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে ঘটনার তদন্ত করে পুলিশ শাকিলকে গ্রেপ্তার করে। সে গুলির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তবে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ।
আব্দুর রশিদের ভাতিজা কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ও গোল্ডেন অটো রাইস মিলের মালিক শিল্পপতি জিহাদুজ্জামান জিকু বলেন, কিছুদিন আগে তিনি কুষ্টিয়ার আইলচারা পশুর হাটের ইজারাদার হিসেবে হাটের ডাক পান। এই হাটের জন্য শিডিউল না ফেলতে তাকে চরমপন্থিরা হুমকি দিয়ে আসছিল। কিন্তু তিনি হুমকি উপেক্ষা করে শিডিউল ফেলেন এবং এক কোটি ৬৪ লাখ টাকায় হাটের ইজারাদার হিসেবে নিযুক্ত হন।
এরপরই চরমপন্থী নেতা স্বপন চক্রবর্তী ও পল্টু ফোন করে তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় গতকাল বুধবার দুপুরে তার চাচার বাড়িতে গুলি করা হয়। তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।