এসএসসি’র প্রথম দিন রংপুরে অনুপস্থিত ৫৭৭, বহিষ্কার ৫

রংপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ১৮:০০
শেয়ার :
এসএসসি’র প্রথম দিন রংপুরে অনুপস্থিত ৫৭৭, বহিষ্কার ৫

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিন রংপুরে অনুপস্থিত ছিলেন ৫৭৭ জন পরীক্ষার্থী। একই সঙ্গে প্রক্সি ও বিভিন্ন অপরাধের কারণে ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রমিজ আলম।

সূত্র জানায়, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগে এবারের এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮২ হাজার ৪১০ জন। এরমধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন এবং ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন। রংপুর জেলায় ৮০টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৪১ হাজার ৯৭৮ জন। এরমধ্যে ৫১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ২৯ হাজার ৪২৯ জন, দাখিল ১৪টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫ হাজার ৬৫২ জন এবং ভোকেশনাল মোট পরীক্ষার্থী ২ হাজার ৯৮৯ জন। প্রথম দিনের এই পরীক্ষায় অনুপস্থিত ছিলেন এসএসসি ২৯৬ জন, দাখিলের ২৫৮ জন এবং ভোকেশনালের ২৩ জন। আর প্রক্সি ও বিভিন্ন অপরাধের কারণে ৫ জনকে বহিষ্কার করা হয়েছে। 

এদিন সরেজমিনে দেখা যায়, পরীক্ষার্থীরা সকাল ৯টার মধ্যেই কেন্দ্রে পৌঁছে যান। তারা সাড়ে ৯টার দিকে কেন্দ্রে প্রবেশ করেন। পরে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়।

এবার রংপুর নগরীর রংপুর জিলা স্কুল, ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কেরানীরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ, বুড়িরহাট উচ্চ বিদ্যালয়, বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয়, বড় দরগা উচ্চ বিদ্যালয়, দরদী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, কারমাইকেল কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, সমাজ কল্যাণ বিদ্যাবিথী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়, ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা, বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা, আনন্দলোক বিদ্যাপীঠ ও হাইস্কুল, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, সরকারি টেনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং রংপুর উচ্চ বিদ্যালয়সহ ৮০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরা জানান, গত কয়েক বছর প্রশ্নফাঁসের গুজব থাকলেও এবার প্রশ্নফাঁসের গুজব নেই। এতে অনেকটাই স্বস্তি বিরাজ করছে।

অন্যদিকে পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য রংপুর মেট্রোপলিটন এলাকার ২১টি পরীক্ষাকেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ করে নির্দেশনা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ।