আগামী কয়েকদিন বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৫, ২৩:৩৫
শেয়ার :
আগামী কয়েকদিন বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে

সাগরে সৃষ্ঠ সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার রাতে দেওয়া ১২০ ঘণ্টার আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুপুর নাগাদ একই এলাকায় অবস্থান করেছে। এটি পরবর্তী ১২ ঘণ্টায় উত্তর দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্বদিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এদিকে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এ সময় সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, চট্টগ্রাম ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। আর দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তবে পরবর্তী ৪৮ ঘণ্টায় একই রকম অবস্থা বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এছাড়া বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবনতা বাড়ার সম্ভাবনা রয়েছে।