চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৮:১৮
শেয়ার :
চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁদপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার বিল্লালুর রহমান। 

জানা গেছে, দুই সন্তানকে নিয়ে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে নিজের বাবার বাড়িতে বেড়াতে আসেন খাদিজা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। আজ সকাল ১০টার দিকে দুই ছেলেকে নিয়ে খাদিজা বাড়ির পুকুরে গোসল করতে যান। সাঁতার না জানায় তার দুই ছেলে পানিতে তলিয়ে গেলে খাদিজা তার বড় ছেলেকে উদ্ধার করে। পরে ছোট ছেলে আবু বকরকে (৭) উদ্ধার করতে পানিতে ডুব দিলে তারা আর উঠে আসতে পারেনি।

খবর পেয়ে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মা খাদিজা ও ছেলে আবু বকরকে মৃত ঘোষণা করেন।

নিহত খাদিজার স্বজন কুলসুমা জানায়, খাদিজা গতকাল মঙ্গলবার বাবার বাড়িতে বেড়াতে আসেন। তাদের মূল বাড়ি ফরিদপুরে হলেও স্বামী লোকমানসহ ঢাকায় থাকেন। আজকেই তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। 

অন্যদিকে পার্শ্ববর্তী বালিয়া ইউনিয়নে সকাল সাড়ে ১০টার দিকে নিজেদের পুকুরের পানিতে ডুবে মাকসুদা (২) নামের এক শিশু মারা গেছে। তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই শিশুর বাবার নাম মো. ফজলুর রহমান। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।