বিদ্যালয়ের মাঠ দখল করে কলা গাছ রোপণ, থানায় অভিযোগ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২৫, ১৭:৩৪
শেয়ার :
বিদ্যালয়ের মাঠ দখল করে কলা গাছ রোপণ, থানায় অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে স্থানীয় দ্বন্দ্বের জের ধরে একটি বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে শতাধিক কলাগাছ রোপণ করা হয়েছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধের উপক্রম হয়েছে।

আজ বুধবার সকালে বিদ্যালয়ে সরেজমিনে ঘুরে ও অভিযোগ সূত্রে জানা যায়, কালকিনির ভাটোবালী আবদুর রহমান মোল্লা বিদ্যাপিঠের মাঠে শিক্ষার্থী ও স্থানীয়রা প্রতিষ্ঠাকাল থেকেই খেলাধুলা করতেন। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয়দের দ্বন্দ্ব হয়। এর জেরে একই এলাকার আয়নাল আকন, দেলোয়ার আকন, দাদন আকন ও লালমিয়া আকন মিলে গত শুক্রবার বিদ্যালয়ের মাঠ দখল করে অর্ধশতাধিক কলাগাছের চারা রোপণ করেন। এ সময় বাধা দিতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষকে হুমকি দেন দখলবাজরা। এ ঘটনায় কালকিনি থানায় একটি অভিযোগ দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের দাতা সদস্য ইকবাল হোসেন বলেন, ‘অনেক বছর আগে স্কুলের নামে আমরা জমি দিয়েছি। স্কুলের দেখভাল আমরা করতেছি। খেলাধুলার পাশাপাশি সুন্দর একটি পরিবেশের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা লেখাপড়া চালিয়ে যাচ্ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর আমরা জানতে পারি, স্কুলের কিছু মাঠের জমি গোপনে রেকর্ড করে নিয়ে গেছে আয়নাল আকনরা। এটা কি করে সম্ভব হলো।’

স্থানীয় মীরজালি মোল্লা, শুকুর মোল্লাসহ বেশ কয়েকজন জানান, স্কুলের মাঠের জমি নিয়ে এত বছর কোনো সমস্যার কথা শোনেননি তারা। কিন্তু শেখ হাসিনা দেশ ছাড়ার পর আয়নাল আকনরা মাথাচারা দিয়ে উঠেছে। তারা জোড় করে স্কুলের মাঠে কলা গাছ লাগিয়েছে।

বিদ্যালয়ের ছাত্র মিবহাজুল, রেজাউল, রনি, জিহাদ, তাসিন রহমান ও শাহিন মোল্লা জানায়, তাদের বিদ্যালয়ের মাঠ দখল করে কলাগাছ রোপণের কারণে মাঠে খেলাধুলার পরিবেশ নষ্ট হয়েছে। মাঠ দখলমুক্ত করার দাবি তাদের। 

অভিযুক্ত আয়নাল আকনের ভাই আহছান আকন বলেন, ‘আমাদের জমিতে আমরা কলাগাছ লাগিয়েছি। জমির কাগজ আমাদের নামে।’

স্কুলের প্রধান শিক্ষক কাজল কৃষ্ণ মন্ডল বলেন, ‘আমরা দূরের লোক, আমরা ওই বিষয়ে কথা বললে আমাদের ওপর হুমকি আসে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা সমস্ত কাগজপত্র নিয়ে আসতে বলেছি। কাগজপত্র দেখে আইনগত ব্যবস্তা নেওয়া হবে।’