অটোরিকশার পার্কিং ফি ১০ টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
রাজবাড়ীতে অটোরিকশার পৌরসভার পার্কিং ফি প্রতিদিন ১০ টাকা হারে প্রতিবছরে এককালীন টাকা নিয়ে নাম্বার প্লেট প্রদানের দাবিতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের আয়োজনে জেলা শহরের ১ নং রেলগেট অটোস্ট্যান্ডে জড়ো হন শ্রমিকসহ অটো চালক ও শ্রমিকরা। এ সময় অটোরিক্সা বন্ধ রেখে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে গিয়ে সমাবেশ করেন শ্রমিক মালিকরা। পরে তারা তাদের দাবি সমূহ তুলে ধরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।
এদিকে অটো শ্রমিক-চালকদের সঙ্গে রাজবাড়ী জেলা বিএনপি, যুবদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠন ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতারাও একাত্মতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, বর্তমানে পাশবর্তী জেলা ফরিদপুরে বছরে ২ হাজার ৪০০ টাকা পার্কিং ফি নেওয়া হলেও রাজবাড়ীতে নেওয়া হচ্ছে ২ হাজার ৬০০ টাকা এবং ৫ আগষ্টের পূর্বে রাজবাড়ীতে ১৪ হাজার টাকার বেশি নেওয়া হতো।
এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা বিএনপি নেতা গাজী আহসান হাবীব, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষকদলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব, রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, রাজবাড়ী জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, কার্যকরী সভাপতি আব্দুস সালাম ব্যাপারী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক কবির উদ্দিন কবির প্রমূখ।