টিভিতে ‘ডোয়ার্ফস লং নোজ’র প্রিমিয়ার
১১ বছরের ছোট ছেলে জেকব। সে তার মাকে বাজারে সবজি বিক্রি করতে সাহায্য করে। একদিন এক বামন ডাইনি তার মায়ের দোকানে এসে সব লণ্ডভণ্ড করে দিতে থাকে। রেগে গিয়ে জেকব ডাইনির সাথে খারাপ ব্যবহার করে। ডাইনি সবজি কেনার বাহানায় জেকবকে নিয়ে যায় নিজের আস্তানায়।
রান্না শেখানোর লোভ দেখিয়ে সে জাদু দিয়ে জেকবকে বামন বানিয়ে দেয়! এমনই এক মজার গল্পে শিশুতোষ সিনেমা ‘ডোয়ার্ফ’স লং নোজ’। দুরন্ত টিভির বাংলা প্রিমিয়ারে সিনেমাটি প্রচার হবে আগামী শুক্রবার সকাল ১০টায়।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি